শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: ফারুক-ই আজম


শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: ফারুক-ই আজম

চট্টগ্রামের আনোয়ারায় দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়োজিত আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ফারুক-ই আজম।

বুধবার (১ অক্টোবর) তিনি কচিকাঁচা গোষ্ঠী দুর্গা মন্দির ও রামকৃষ্ণ মিশন দুর্গা মন্দির পরিদর্শনকালে নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক উৎসব পরিবেশ পর্যবেক্ষণ করেন।

উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, ধর্মমত নির্বিশেষে বহু বছর ধরে বাঙালিরা দুর্গোৎসব উদযাপন করে আসছে। সনাতনদের জন্য এটি দুর্গাপূজা হলেও সমাজের জন্য এটি এক ঐতিহ্যবাহী উৎসব। রাষ্ট্র, প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী এবং স্থানীয় জনগণ মিলিতভাবে আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, যাতে উৎসব নির্বিঘ্নে শেষ হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক সাগর মিত্রের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু আরও বলেন, আমরা বাঙালি এক সংবেদনশীল জাতি। যুগ যুগ ধরে একে অপরের প্রতি সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রেখে আসছি। সেই ধারাবাহিকতায় দুর্গাপূজাও শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

পরিদর্শন শেষে ফারুক-ই আজম হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের ট্রাষ্টি দীপক কুমার পালিত, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) পাঠান মো. সাইফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এবং আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×