খাগড়াছড়িতে অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত


খাগড়াছড়িতে অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত

চার দিনের পর খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জুম্ম ছাত্র-জনতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় সংগঠনটির ফেসবুক পেইজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ কর্মসূচি মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হলো।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলপড়ুয়া জুম্ম কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এবং ২৮ সেপ্টেম্বর শান্তিপূর্ণ অবরোধ চলাকালে গুইমারার রামসু বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।”

জানা যায়, সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় জুম্ম ছাত্র-জনতার ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে তারা ৮ দফা দাবি প্রশাসনের কাছে উপস্থাপন করে, যা বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে। একইসঙ্গে গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়।

জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার দুপুরে গুইমারায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার এবং গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×