শেখ হাসিনার জন্মদিন পালন, নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে গণধোলাই


শেখ হাসিনার জন্মদিন পালন, নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে গণধোলাই

সিরাজগঞ্জের এনায়েতপুরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় ছাত্র ও জনতা।

আটককৃতরা হলেন খোকশাবাড়ি গ্রামের হাসমত আলীর ছেলে আল মামুন (১৮) এবং ব্রাহ্মণ গ্রামের আবুল কালামের ছেলে সাগর শেখ (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৮ সেপ্টেম্বর রাতে একটি অজ্ঞাত স্থানে এনায়েতপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাফিজুর রহমানের নেতৃত্বে শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এই ঘটনার ৪৮ সেকেন্ডের একটি ভিডিও নিষিদ্ধ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এরপর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হাটখোলা এলাকা থেকে স্থানীয় ছাত্র-জনতা তাদের ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, ওই দুই ছাত্রলীগ কর্মীকে জুলাই আন্দোলনে শহীদ ইয়াহিয়া হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম মুঠোফোনে বলেন, "আটকদের জুলাই আন্দোলনে শহীদ ইয়াহিয়া হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×