চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণে ৮ জন দগ্ধ


চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণে ৮ জন দগ্ধ

নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোড এলাকায় লোহার একটি ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ৮ জন দগ্ধ হয়েছেন।

দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন: মো. আব্দুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মেইন কন্ট্রাক্টর মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) এবং মো. বাহার উদ্দিন (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাগরিকা রোডের ওই লোহার ডিপোতে হঠাৎ হাইড্রোলিক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়, যা ডিপোতে থাকা ৮ জন কর্মীকে দগ্ধ করে। তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ৩৬ নম্বর বার্ন ওয়ার্ডে ভর্তি করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×