মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- ভোলা প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:২৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ভোলার মনপুরায় খেলার সময় বাড়ির পুকুরে পড়ে এক তিন বছর বয়সী শিশুর প্রাণহানি ঘটেছে। শনিবার দুপুর একটায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম দিয়া রাণী দাস। ওই গ্রামের রুবেল চন্দ্র দাসের কন্যা শিশুটি। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে খেলার উদ্দেশ্যে দিয়া রাণী সবাইকে অগোচরে পুকুরে পড়ে যায়। শিশুটির সন্ধান না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। অনেকক্ষণ পর দিয়া রাণীকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।"