সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
- ভোলা প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৫২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ভোলার বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান দিতে গিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ইব্রাহিম খলিলসহ তার সঙ্গে থাকা মোট ছয়জন আহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন এ বি এম ইব্রাহিম খলিল। পরে তিনি ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সকাল থেকেই বোরহানউদ্দিনের বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করছিলেন। দুপুর ১টার দিকে যখন তিনি বোরহানউদ্দিন উপজেলার বাজারের কেন্দ্রীয় পূজা মণ্ডপে অনুদান দিতে যান, তখন সেখানে বোরহানউদ্দিন পৌর বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান লিটনের নেতৃত্বে পৌর বিএনপি ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তার গাড়িতে ডিম ও ইট নিক্ষেপ করেন। গাড়ি থেকে নামার পর তার ওপর এবং তার সঙ্গীদের ওপর হামলা চালানো হয়।
তিনি আরও জানান, আগামী সংসদ নির্বাচনে তিনি ভোলা-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। এটি তিনি নিজেই কয়েক মাস আগে ঘোষণা করেছেন। তার দাবি, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নির্দেশেই এই হামলা হয়েছে।
অপরদিকে, বোরহানউদ্দিন পৌর বিএনপির সহ-সভাপতি মো. সাইদুর রহমান লিটন এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান, “এই ঘটনার সঙ্গে বোরহানউদ্দিনের বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেউ জড়িত নয়। ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। ইব্রাহিম খলিল মিথ্যা অভিযোগ করছেন।” তার দাবি, ইব্রাহিম খলিল বোরহানউদ্দিনের বিএনপি ও ছাত্রদলের খ্যাতি ক্ষুণ্ন করতে এসব ভিত্তিহীন অভিযোগ এনে থাকেন।