নেত্রকোণায় ভারতীয় মদসহ গ্রেপ্তার ১


নেত্রকোণায় ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

নেত্রকোণায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৮টা থেকে ৯টার মধ্যে নেত্রকোণা মডেল থানার আওতাধীন রৌহা ইউনিয়নের জামতলা বাজার এলাকায় একটি অটোরিকশা তল্লাশি চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের শিমুলকান্দি এলাকার আবুল বাশার (৩৮)।

তল্লাশিতে ১০২ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ করা হয়। এসব মদের মধ্যে ছিল আইস ভোডকা, অ্যাক ব্ল্যাক ও ম্যাকডোয়েলস নো-১ লাক্সারি হুইস্কি। মোট পরিমাণ ৫৫ লিটার ৫০০ মিলিলিটার। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৪৬ হাজার টাকা।

আটক ব্যক্তির সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, “আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×