ঘোড়াশালে সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন
- নরসিংদী প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:০৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি সাবস্টেশনে আগুন লাগার ঘটনায় একটি ১৩২/৩৩ কেভি ট্রান্সফরমার পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আগুন লাগার পর বিদ্যুৎকেন্দ্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের ফলে পলাশ ও কালীগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রায় ৬ ঘণ্টা পর বিকল্প ব্যবস্থায় পলাশ লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।
ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, “ভোর ৪ চারটার দিকে হঠাৎ করে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনের জাতীয় গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়।”
তিনি আরও বলেন, “পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে এই আগুন লেগেছে তা এখনও যানা যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।”