ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৪


ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে চার যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার লড়াইঘাট সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার উত্তর নেহাব গ্রামের অন্তর চন্দ্র দাস, মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের সাবিত হোসেন, আবু কালাম মন্ডল ও শাকিব মন্ডল।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপুর ১টার সময় লড়াইঘাট সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তারা চারজন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশে।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×