খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে ডিলারকে বিএনপি নেতার হুমকি
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:২৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে এক ডিলারকে হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। সরকারি এ কর্মসূচির চাল কার্ডধারী দরিদ্রদের মাঝে বিক্রির দায়িত্ব পাওয়ার পরই তিনি হুমকির মুখে পড়েন বলে দাবি করেছেন ডিলার।
স্থানীয় প্রশাসনের এক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল মৃধা ডিলার মো. জাহিদুল হাসান সাবুকে ফোনে হুমকি দেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে জাহিদুল হাসান নিরাপত্তা চেয়ে ২০ সেপ্টেম্বর বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বগা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনজন ডিলার নিয়োগ পেয়েছেন: মো. জাহিদুল হাসান, মো. মিজানুর রহমান এবং সুলতান সিকদার। তবে সুলতান সিকদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার হন। এরপর ৫ আগস্ট ২০২৪ থেকে তার নামে বরাদ্দ চাল বগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মৃধা এবং কৃষকদলের আহ্বায়ক মো. মাসুদ সিকদার নিজেদের প্রভাব খাটিয়ে গুদাম থেকে ছাড়িয়ে নিতেন।
তবে অভিযোগ রয়েছে, এসব চাল প্রকৃত কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে বিক্রি না করে অন্যভাবে ব্যবহৃত হচ্ছিল। বিষয়টি নিয়ে কয়েকজন ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সুলতান সিকদারের পরিবর্তে চাল বিতরণের দায়িত্ব দেওয়া হয় ডিলার জাহিদুল হাসানকে।
এরপর, ১১ সেপ্টেম্বর সুলতানের নামে বরাদ্দকৃত ১৪ মেট্রিক টন ৩১০ কেজি চালের ডিও বাবদ ১ লাখ ৮৬ হাজার ৩০ টাকা খাদ্য অধিদপ্তরে জমা দেন জাহিদুল হাসান। এরপর চাল উত্তোলন করে নিজের গোডাউনে রাখেন তিনি। ২৩ সেপ্টেম্বর মোট ৪৭৭ জন কার্ডধারী দরিদ্র ব্যক্তির কাছে চাল বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা, যেখানে প্রত্যেকে ৩০ কেজি করে চাল পাবেন ১৫ টাকা কেজি দরে।
এই খবর জানার পর বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল মৃধা ক্ষোভ প্রকাশ করে জাহিদুল হাসানকে মোবাইলে হুমকি দেন বলে দাবি করেন জাহিদুল। জিডিতে তিনি উল্লেখ করেন, এ ঘটনায় তিনি আতঙ্কে আছেন এবং তাকে নিয়মিত ভয় দেখানো হচ্ছে। হুমকিদাতাদের মধ্যে রুবেল মৃধা ও মাসুদ সিকদার রয়েছেন বলে অভিযোগ তার।
অভিযোগ অস্বীকার করে রুবেল ও মাসুদ বলেন, “আমরা ডিলার না হলেও প্রকৃত গরীব মানুষের মধ্যে চাল বিতরণ করেছি। কোনো অনিয়ম করিনি।” হুমকির অভিযোগ সম্পর্কে তারা বলেন, “এসব মিথ্যা ও বানোয়াট।”
বগা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মৃধাও হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, “জুলাই অভ্যুত্থানের পর দলের কর্মীরা ডিলার সুলতানের অনুপস্থিতিতে গরীবদের চাল দিয়েছিল। কিন্তু এখন আওয়ামী লীগঘনিষ্ঠ জাহিদুল চক্রান্ত করে ডিলারি নিয়ে নিয়েছে।” তিনি আরও বলেন, “আমি শুধু ফোন করে বিষয়টি জানতে চেয়েছি, হুমকি দেওয়ার প্রশ্নই আসে না।”
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, “জাহিদুল নামের এক ডিলার জিডি করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “সুলতান সিকদার এখন আর ডিলার নন। তাই তার বরাদ্দের চাল অন্য কেউ তুলতে পারে না। জনস্বার্থে প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণে জাহিদুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।” হুমকির ঘটনা সম্পর্কে তিনি বলেন, “আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”