ব্যাংকের এসি চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু


ব্যাংকের এসি চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি বেসরকারি ব্যাংকের এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিহাদ (২৬) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে, তবে তার মরদেহ উদ্ধার করা হয় রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে।

ঘটনাটি ঘটে উপজেলার বটতলী এলাকার ব্যাংক এশিয়ার ভবনের তৃতীয় তলার বাইরের অংশে। সেখানে থাকা একটি এসির আউটার ইউনিট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জিহাদ। বিদ্যুৎ লাইনে হাত লাগায় সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।

নিহত জিহাদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায় হলেও তিনি লোহাগাড়ায় ভাঙ্গারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কোনো এক সময় তিনি ভবনে ওঠেন এবং দীর্ঘ সময় ধরে তার মরদেহ এসির সঙ্গে ঝুলে ছিল। সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজ্জাদ বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।” 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×