কুয়াকাটায় এক ইলিশ বিক্রি সাড়ে ৬ হাজার টাকা
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:১৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা আশাখালীতে স্থানীয় জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রামের একটি বিশাল ইলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মাছটি আশাখালী মৎস্য আড়তে নিলামে তোলা হয় এবং ৬ হাজার ৫৬২ টাকায় বিক্রি হয়ে যায়।
আড়ত সূত্রে জানা যায়, মেসার্স হামিম ফিশে মাছটি নিলামে তোলা হলে প্রতিকেজি ৩ হাজার ১২৫ টাকায় ক্রয় করেন বন্ধন ফিস-২। মাছটি ধরা পড়েছিল শুক্রবার বিকেলেই, আশাখালীর মোহনায় জেলে গিয়াসউদ্দিনের জালে।
জেল গিয়াসউদ্দিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জাল তুলতেই মাছটি ধরা পড়ে। এত বড় ইলিশ পাওয়া আমাদের জন্য অনেক খুশির বিষয়।
মাছটি কিনেছেন ক্রেতা ইলিয়াস হোসেন। তিনি জানান, যত বড় ইলিশ, তত বেশি লাভ। মাছটি ঢাকায় পাঠানো হবে, সেখানে ভালো দামে বিক্রি করা হবে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকায় জেলেরা এখন বড় ইলিশ পাচ্ছেন।