নিষিদ্ধ দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং


নিষিদ্ধ দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বাসা বা ফ্ল্যাট ভাড়া দেওয়া থেকে বিরত থাকতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দাদের প্রতি সতর্কবার্তা দিয়েছে স্থানীয় থানা পুলিশ। এ নিয়ে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয়, যার একটি ভিডিও বুধবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনার জন্ম দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি সিএনজি অটোরিকশায় মাইকিং করছেন এক যুবক। মাইকিংয়ে বলা হয়, “কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া নিলে তাদের ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেয়া যাবে না। যদি ভাড়াটিয়া নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তবে বাড়ির মালিককেও সহযোগী হিসেবে আটক করা হবে।”

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, “এটি সরকারের ঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে লক্ষ্য করে এ ধরনের ঘোষণা দেয়া হয়নি।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×