চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ
- প্রকাশঃ ০৭:১২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসীদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ সদর ইউনিয়নের ফজুর বাড়ির মোড় এবং কাঞ্চন পৌরসভার হাবিব নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন ধরে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের শহিদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন সেতু ও ফজুর বাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করছিলেন এসব হিজড়া। তারা প্রবাসীদের গাড়ি আটকে চাঁদা দাবি করতেন। আমরা মানবিক দিক বিবেচনা করে এতদিন কোনও পদক্ষেপ গ্রহণ করি নি। কিন্তু গত ১৫ সেপ্টেম্বর হিজড়ারা চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে মারধর করেন। এতে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব হিজড়া প্রবাসী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতেন। অনেকে বাধ্য হয়ে টাকা দিয়েছেন, কিন্তু সম্প্রতি প্রবাসীদের ওপর হামলার ঘটনা এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে দিয়েছে। স্থানীয়রা পুলিশের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন।