পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় দিনভর হরতাল
- পাবনা প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৫৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫

পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালিত হচ্ছে। সকাল ৬টা থেকে সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাক অনুযায়ী উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বন্ধ ও যান চলাচল সীমিত রাখা হয়েছে।
হরতালকে কেন্দ্র করে ঢাকা-পাবনা মহাসড়ক, নগরবাড়ি বন্দর, বৃশালিখা ও কাজিরহাট ঘাট অবরোধ করা হয়েছে। স্থানীয়রা বিভিন্ন মোড়ে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেছেন। ফলে সাধারণ মানুষ, যাত্রীরা ও যানবাহন ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, বেড়ার সিঅ্যান্ডবি ও কাশিনাথপুর মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সকল ধরনের যানবাহন বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স, শিশুখাদ্য ও কাঁচামালের গাড়িকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অনেক যাত্রী পূর্বে টিকিট কেটে রাখলেও বাস ও কাঙ্ক্ষিত যানবাহনে যাত্রা করতে পারছেন না। এছাড়া একটি বাস ও ১০–১২টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে।
পাবনা এক্সপ্রেসের কাউন্টার মাস্টার সিহাব সরদার বলেন, “কাল টিকিট নেওয়া ১৪–১৫ যাত্রীকে সকালে টাকা ফেরত দিতে হয়েছে। সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর, বগুড়া ও ঢাকাগামী অনেক মালবাহী ট্রাকও আটকে রাখা হয়েছে। জরুরি সেবা ছাড়া সব গাড়ি বন্ধ। দোকানপাটও বন্ধ রয়েছে। তারা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।”
বিক্ষোভকারীরা দাবি করেন, “একটি রাজনৈতিক দলের স্বার্থে পাবনা-১ আসন থেকে বেড়াকে বাদ দিয়ে পাবনা-২ আসনে যুক্ত করা হয়েছে। আমরা এটি মেনে নিতে পারি না। তাই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ হরতাল ডাকা হয়েছে। আমাদের দাবি পূরণ না হলে আন্দোলন চলবে।”
এ অবস্থায় বেড়া উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম ও বেড়া মডেল থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম সিঅ্যান্ডবি মোড় পরিদর্শন করেছেন, কিন্তু কোনো মন্তব্য করেননি।