পাবনায় রবিবার সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা
- পাবনা প্রতিনিধি
- প্রকাশঃ ১০:১১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫

পাবনার বেড়া এলাকায় আসন পুনর্বহালের দাবি জানিয়ে সর্বদলীয় সংগ্রাম কমিটি রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে। একই সঙ্গে তারা রাজপথ ও নৌপথ অবরোধের কর্মসূচিও ঘোষণা করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ফকির রাইস মিল প্রাঙ্গণে জরুরি সভা করে এই কর্মসূচি ঘোষণা করেন কমিটির আহ্বায়ক ফজলুর রহমান ফকির। এর আগে শুক্রবার সন্ধ্যায় বেড়া পৌরসভা, চার ইউনিয়নের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় প্রতিনিধি মিলিত হয়ে ‘৬৮ পাবনা-১ সর্বদলীয় সংগ্রাম কমিটি’ গঠন করেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে বেড়া পৌরসভা ও চার ইউনিয়নকে ৬১ পাবনা-১ আসন থেকে বিচ্ছিন্ন করে সুজানগরের সঙ্গে যুক্ত করেছে। এ সিদ্ধান্তের কারণে বেড়ার জনগণ বঞ্চিত হচ্ছে এবং সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে হাইকোর্টে রিটও করা হয়েছে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির আহ্বায়ক ফজলুর রহমান ফকির, বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাবেক যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম দিপু, বেড়া নৌবন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ইকবাল, বেড়া চতুর হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, রিকশা-ভ্যান চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খাজা, শ্রমিক নেতা জাকির হোসেন জাহিদ প্রমুখ।
আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বেড়া বাজার বণিক সমিতি, ওষুধ ব্যবসায়ী সমিতি, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, কাপড় ব্যবসায়ী সমিতি, চাল ব্যবসায়ী সমিতি, বন্দর ঘাট শ্রমিক সমিতি, নাকালিয়া বন্দর ব্যবসায়ী সমিতি এবং চার ইউনিয়নের অসংখ্য সংগঠন।