কুয়াকাটায় ধরা পড়ল ৩০ কেজির ওজনের ট্রেভ্যালি ফিশ
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৪৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫

কুয়াকাটা উপকূলের বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল আকৃতির বিশাল তবলা মাছ, যা স্থানীয়ভাবে ‘ট্রেভ্যালি ফিশ’ নামে পরিচিত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মহিপুর মৎস্য বন্দরে আনা মাছটি মুহূর্তের মধ্যে এলাকার মানুষের নজর কাড়ে। প্রায় ৩০ কেজি ওজনের এই মাছটির নিলাম শুরু হয় ২৪ হাজার টাকায়, যা কেজিপ্রতি প্রায় ৮০০ টাকা মূল্যের সমান। যদিও কুয়াকাটা অঞ্চলে মাছটির প্রচলিত বাণিজ্যিক চাহিদা কম, তবুও ভোজনরসিকদের কাছে এটি বেশ জনপ্রিয়। সুস্বাদু মাংস, কম কাঁটা এবং প্রোটিনসমৃদ্ধ হওয়ায় এর আলাদা কদর রয়েছে। স্থানীয়রা একে তবলি, বগা বা খাঁদিয়া মাছ নামেও ডাকে।
মৎস্যজীবীরা জানান, সাধারণত গভীর সমুদ্র এলাকায় এই প্রজাতির মাছ পাওয়া যায়, কিন্তু এত বড় আকারের মাছ বিরল। তাই মাছটি ধরা পড়ার খবর এলাকায় ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ধরা পড়া মাছটি ক্যারেনজিট পরিবারের ফ্যাজেলি জাতের অন্তর্ভুক্ত। এ ধরনের মাছ সাধারণত বড় হয় এবং বাজারমূল্যও ভালো।