পিআর সিস্টেমে নির্বাচনই বাংলাদেশে সবচেয়ে নিরাপদ: ফয়জুল করীম
- খুলনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই শায়খ মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, এই পদ্ধতির মাধ্যমে গঠিত জাতীয় সরকার হবে স্বচ্ছ, যেখানে চাঁদাবাজি, কালো টাকা বা পেশি শক্তি ব্যবহার থাকবে না।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে খুলনার নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম আরও বলেন, পিআর সিস্টেমে নির্বাচনের জন্য আমরা আন্দোলন ও সংগ্রাম চালাব। সরকার যদি তা না দেয়, তাহলে জনগণের কাছে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। জনগণ চাইলে আমরা করব, না চাইলে করব না। ভোট পরিবর্তনশীল কোনো জন্মগত ভোট নেই। ভোটাররা সবসময় সেই প্রার্থীকে ভোট দিবে, যার কাছে তার জান-মাল ও নিরাপত্তা রয়েছে।
তিনি নির্বাচনী ব্যবস্থার শুদ্ধি ও ভোটের নিরাপত্তার ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুণ্ডা, দুর্নীতিবাজ বা ধর্ষকের কাছে ভোট দেবে না। ভোট যাবে শান্তিপ্রিয় ও সৎ প্রার্থীর কাছে। যুবকরা মুক্তি ও নিরাপদ পরিবেশে বসবাস করবে, মা-বোনদের ইজ্জত রক্ষা হবে, দেশের অর্থ বিদেশে পাচার হবে না। দেশের সব কাজে স্বচ্ছতা থাকবে।
ফয়জুল করীম বিভিন্ন রাজনৈতিক প্রতীক নিয়ে মন্তব্য করে বলেন, নৌকা, লাঙ্গল বা ধানের শীষ মার্কার সঙ্গে ক্ষমতা না থাকা ব্যক্তিরা নিজেদের ভোটাধিকার ঠিকমতো পরিচালনা করতে পারে না। তবে ‘হাতপাখা’ মার্কা জনগনের জন্য সর্বদা নিরাপদ। হাতপাখার বিজয় মানে জনগণের বিজয়, দেশের শান্তি ও উন্নয়ন।
সমাবেশে ইসলামী আন্দোলনের খুলনা মহানগরের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন সভাপতিত্ব করেন এবং নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন পরিচালনা করেন। অন্যান্য বক্তারা ছিলেন মুজিবুর রহমান শামীম, আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, মাওঃ শরীফ সাইদুর রহমান, হাফেজ শহিদুল ইসলাম, শেখ হাসান ওবায়দুল করিম, মাওঃ আবু সাঈদ, আবু গালিব, শোয়াইব আহমেদ, মুফতি আরিফ বিল্লাহ, মাওঃ দ্বীন ইসলাম, মো. ইমরান হোসেন মিয়া, মাওঃ ইলিয়াস হোসেন, মাওঃ সাইফুল ইসলাম ভূঁইয়া ও মো. তারিকুল ইসলাম কাবির।