জাবি শিক্ষিকা মৌমিতার মরদেহ পাবনায় পৌঁছেছে
- পাবনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:০৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মরদেহ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পাবনার কাচারি পাড়া এলাকায় লাশবাহী ফ্রিজিং গাড়িতে পৌঁছেছে।
মৃত্যুর পর ক্যাম্পাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে তিনি মারা যান।
মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং তার মরদেহ দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে। মরদেহ দেখতে আসা আফরোজা আখতার বলেন, ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও নম্র ভদ্র মানুষ ছিলেন। কারও সঙ্গে কখনো খারাপ আচরণ করেননি। বিশ্ববিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করছিলেন। তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌসকে জান্নাত দান করেন।