খুলনায় চিকিৎসা করাতে হাসপাতালে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ মিলল ২ দিন পর


খুলনায় চিকিৎসা করাতে হাসপাতালে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ মিলল ২ দিন পর

চিকিৎসার জন্য খুলনায় এসে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মৃত যুবকের নাম মেহরাব হোসেন (২১)। তিনি যশোর জেলার বাসিন্দা এবং মশিয়ার রহমানের ছেলে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে খুলনা নগরীর মোস্তর মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অসুস্থতা জনিত কারণে মেহরাবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার বাবা। ৭ সেপ্টেম্বর দুপুরে, তিনি নামাজ পড়ার জন্য হাসপাতালের পাশে একটি মসজিদে যান। তবে নামাজের পর হঠাৎ মসজিদ থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

মেহরাবের নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার বিষয়ে আড়ংঘাটা থানার তদন্ত কর্মকর্তা, পরিদর্শক প্রদীপ মিত্র জানান, "মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে অসুস্থ মেহরাব অনাহারে থাকা বা শারীরিক দুর্বলতার কারণে মারা গেছেন।"

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×