নারীর গলায় প্রকাশ্যে জুতার মালা দিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি, আটক ৪


নারীর গলায় প্রকাশ্যে জুতার মালা দিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি, আটক ৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এক নারীকে প্রকাশ্যে গলায় জুতার মালা পরিয়ে ও চুল কেটে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হারুনের হাট সংলগ্ন নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বড়মানিকা ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড সভাপতি মো. হুমায়ুন কবিরকে নিজ হাতে ওই নারীর গলায় জুতার মালা পরাতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা গেছে, তার সঙ্গে উপস্থিত প্রায় ২০-২৫ জন ব্যক্তি ওই নারীর চুল কেটে ভিডিও ধারণ করছে।

স্থানীয়রা জানান, পরকীয়ার অভিযোগের ভিত্তিতে “শাস্তি” হিসেবে ওই নারীকে এই অবমাননাকর পরিস্থিতির মধ্যে ফেলা হয়। তবে ঘটনাটিকে অনেকেই বিচারবহির্ভূত নির্যাতন হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।

তারা আরও দাবি করেন, যাদেরকে আটক করা হয়েছে তারা প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত নন, মূল অভিযুক্তরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছেন। মানবাধিকারকর্মীদের মতে, এ ধরনের বিচার নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নারী নির্যাতনের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।

অভিযুক্ত ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, “ওরা বহুদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। কয়েক মাস আগেও হাতেনাতে ধরা পড়েছিল। প্রশাসনকে জানালে তাদের পক্ষ থেকে কোনো ভালো উত্তর পাওয়া যায় না, তারা বলে অভিযোগ ছাড়া আমরা ঘটনাস্থলে যেতে পারব না। তাই এবার বিচার করেছি ও চুল কেটে জুতার মালা দিয়েছি। এরপর তাদের বিয়ে হবে।”

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং বাকিদেরও গ্রেফতার করা হবে।

বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম জানান, “এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের শীঘ্রই গ্রেফতার করা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×