ভোলায় নোমানীর জানাজা থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম


ভোলায় নোমানীর জানাজা থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ভোলায় খুন হওয়া ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি মাওলানা আমিনুল হক নোমানীর জানাজা অনুষ্ঠিত হয়েছে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। জানাজা শেষে বক্তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন এবং সোমবার (৮ সেপ্টেম্বর) ভোলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন।

রোববার (৭ সেপ্টেম্বর) জানাজা-পূর্ব সমাবেশে এই ঘোষণা আসে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

জানাজার আগে বক্তব্য দেন বিএনপির ভোলা জেলার আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হুসাইন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার আবুল বাশার মোহাম্মদ আব্দুর রহিম, উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ইসমাইল ফারুকী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিনসহ আরও অনেকে। মরহুমের শ্বশুর অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদ এবং তার বড় ছেলে মোহাম্মদ রেদওয়ানও বক্তব্য দেন।

বক্তারা বলেন, ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে নষ্ট হয়েছে। সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও এখনো কোনো আসামি ধরা পড়েনি। নোমানীকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হলেও কাউকে গ্রেপ্তার না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে চলতে থাকলে ভোলার পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামতে হবে।

তারা আরও জানান, সোমবার শহরের হাটখোলা মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ হবে এবং জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না হলে পুলিশ সুপারের প্রত্যাহারসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় নিজ বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে খুন হন মাওলানা আমিনুল হক নোমানী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×