ভোলায় ঘরে ঢুকে মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা
- ভোলা প্রতিনিধি
- প্রকাশঃ ১২:১৪ এম, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ভোলায় নিজ ঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী (৪৫) নামে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ৯ নম্বর ওয়ার্ডে চরনোয়াবাদ সংলগ্ন রাইস মিলের পাশে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল হক নোমানী ওই এলাকার মাওলানা এনামুল হকের ছেলে এবং ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মোহাদ্দেস ছিলেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, এশার নামাজ শেষে বাসায় ফিরে কিছুক্ষণ পরই দেশীয় অস্ত্রধারী একদল ব্যক্তি তার ঘরে ঢুকে পড়ে এবং এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আমিনুল হককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আমিনুল হক ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলা সেক্রেটারি ছিলেন। ইসলামী ঐক্য আন্দোলনের নেতারা বলেন, তরুণ আলেম আমিনুল হকের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
ওসি হাচনাইন পারভেজ জানান, “পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”