ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন নিঝুম আক্তার (৬) ও চাঁদনী আক্তার (৮)।

নিহত নিঝুম ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। চাঁদনী শান্তিপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে হলেও দীর্ঘদিন ধরে নানুর বাড়িতে চর মরিচাকান্দিতে থাকত। তারা দুজনই মামাতো-ফুফাতো বোন এবং স্থানীয় মেঘনা কিন্ডারগার্ড অ্যান্ড হাই স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, স্কুল থেকে ফেরার পর শিশুগুলো বিলের পানিতে গোসল করতে নামে। কিন্তু তারা সাঁতার জানত না, ফলে গভীর পানিতে ডুবে যায়। পরে একজন নারী গোসল করতে গিয়ে তাদের লাশের সঙ্গে ধাক্কা খেয়ে বিষয়টি জানতে পারেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×