অস্ত্র ও গ্রেনেডসহ সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
- খুলনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৫০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৫

খুলনায় যৌথবাহিনীর অভিযানে যুবদলের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান টুকু (৫৮) গ্রেপ্তার হয়েছেন। শনিবার ভোররাতে লবণচরা থানাধীন হাজি মালেক কবরস্থান সংলগ্ন নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
অভিযান চালিয়ে কামরুজ্জামান টুকুর শোবার ঘরের বিছানার নিচ থেকে একটি ওয়ান শুটার গান, ৯ রাউন্ড শটগানের গুলি এবং একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান জানান, “পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী টুকুর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয় এবং পরে অসুস্থতা বোধ করলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।”
কামরুজ্জামান টুকু লবণচরা হাজি মালেক কবরস্থান এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে।
ঘটনার বিষয়ে খুলনা মহানগর যুবদল সভাপতি আব্দুল আজিজ সুমন বলেন, “কামরুজ্জামান টুকু ৩১ নং ওয়ার্ড যুবদলের সদ্য সাবেক সভাপতি। সে দলের একজন পরীক্ষিত ও নির্যাতিত কর্মী। অনেক মামলা ফেস করেছে, বহুবার জেল খেটেছে। তার বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। সত্যতা পেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবো।”