ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেন লাইনচ্যুত
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:০২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলস্টেশন এলাকায় তিতাস কমিউটার ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির ১৮১৪ নম্বর কোচের দুটি চাকা লাইনের বাইরে চলে গেলে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। তালশহর স্টেশন এলাকায় এসে কোচটির দুটি চাকা লাইনচ্যুত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, “যেহেতু ডাউন লাইনে ট্রেনটি আটকে আছে সেখানে লোপ লাইনে ট্রেন চলাচল করতে পারবে। তবে দ্রুতই তিতাস ট্রেনটি লাইনচ্যুত বগিটিকে রেখে বাকি বগিগুলো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।”
ঘটনার সময় চাকার বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভয় পেয়ে তারা দ্রুত ট্রেন থেকে নেমে আশপাশের নিরাপদ স্থানে সরে যান।