ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:১১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উচালিয়াপাড়া মোড়ে এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে রাত সাড়ে ৭টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিলে যোগ দিতে উচালিয়াপাড়া এলাকায় সমবেত হচ্ছিলেন নেতাকর্মীরা। এসময় স্থানীয় যুবক মুজাহিদুল ইসলামের সঙ্গে আরেকজন যুবকের ধাক্কাধাক্কি হয়। পরে বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান বিএনপির কর্মী মোশাররফ হোসেন। কিন্তু তখনই মুজাহিদ তাঁকে মারধর করেন।
ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে যায় সৈয়টুলা ও উচালিয়াপাড়া গ্রামেও। এতে অন্তত ৩০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, আমার সভাস্থল থেকে কিছুটা দূরে এ ঘটনা ঘটে। আমার কর্মী মোশাররফকে মারধর করেছে মুজাহিদ নামের এক যুবক। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। তারপরও আমরা শান্তিপূর্ণভাবেই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করেছি।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। সংঘর্ষ থামাতে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।