লোহালিয়া নদীতে মিললো ২ যুবকের লাশ, জনসাধারণের মাঝে আতঙ্ক
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ০২:২৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।
বুধবার সকাল ১০টার দিকে লোহালিয়া নদীর ধলু হাওলাদার বাড়ির কাছে রেজাউলের (২৮) লাশ পাওয়া যায়। এর আগে মধ্যরাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের (২৫) লাশ উদ্ধার করা হয়।
রেজাউল সদর উপজেলার ভূরিয়া ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় অটোরিকশা চালক। তিনি নুরু বয়াতির ছেলে। তুহিন পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কালাম হাওলাদারের ছেলে।
জানা গেছে, তুহিন সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। আর রেজাউল ওইদিন সকালে অটো নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে রাতে লোহালিয়া এলাকার কাশিপুর রোড থেকে তার অটো উদ্ধার করে পুলিশ।
একই নদী থেকে পরপর দুই মরদেহ উদ্ধারে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুই যুবকের মৃতের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।”