খুলনায় সেতুর নিচে সাংবাদিকের লাশ উদ্ধার


খুলনায় সেতুর নিচে সাংবাদিকের লাশ উদ্ধার

খুলনার রূপসা নদীর ওপর নির্মিত খান জাহান আলী সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওয়াহেদ-উজ-জামান বুলু দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য ছিলেন।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির এসআই বেল্লাল হোসেন জানান, “লাশটির পরনে প্যান্ট ও গায়ে টি-শার্ট ছিল। ডান হাত এবং মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, “সাংবাদিক বুলুর লাশ রূপসা সেতুর নিচে পাওয়া গেছে। উদ্ধারকৃত লাশের পকেটে থাকা এনআইডি কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।”

প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন বাদাম বিক্রেতাসহ দুজন জানান, ওই ব্যক্তি স্বেচ্ছায় সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়েছেন। তার পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট এবং আকাশি রঙের টি-শার্ট।

তবে আরেকজন প্রত্যক্ষদর্শী ঘটনার স্বাভাবিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, “সানগ্লাস পরে কেউ আত্মহত্যা করে? যেখানে তিনি ঝাঁপ দিয়েছেন, সেখানকার রূপসা নদীতে পানি ছিল না। তাহলে পানিতে না পড়ে পিলারের বেজমেন্টে পড়লেন কীভাবে? তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”

এদিকে, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাটি তদন্তে পিবিআই ও সিআইডির দল কাজ শুরু করেছে।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম জানান, “সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত লাশটি দেখে নৌ পুলিশকে অবহিত করি। ধারণা করা হচ্ছে, তিনি সেতুর ওপর থেকে পড়ে মারা গেছেন। তবে বিস্তারিত তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×