সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত


সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুরুল হক নূরের ওপর সাম্প্রতিক আক্রমণ আমাদের জন্য একটি সতর্কবার্তা। তিনি বলেন, "যদি আমরা নিয়ম না পরিবর্তন করি, তবে আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে।"

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এই বৈঠকটি নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে আয়োজন করেছিল।

হাসনাত আবদুল্লাহ তার বক্তৃতায় বলেন, "গতকাল নুর ভাইয়ের ওপর যে আক্রমণ হয়েছে, তা আমাদের জন্য একটি ম্যাসেজ। আমরা দেখতে পেয়েছি, তারেক জিয়াকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল এবং তাকে অত্যন্ত নৃশংসভাবে মারধর করা হয়েছিল। খালেদা জিয়ারও যে পরিণতি হয়েছিল, তা আমাদের জন্যও অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করি। নিয়ম পরিবর্তনের জন্য যে সংস্কারের কথা আমরা বলছি, সেজন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।"

তিনি আরো বলেন, "আমাদের এখন বলা হয় নির্বাচনবিরোধী। কিন্তু আমরা শুধু নির্বাচনের কথা বলছি না, আরও দুটি বিষয় নিয়ে কথা বলছি, এটি হল বিচার ও সংস্কারের দাবি। আমরা বলছি, আমাদের শুধু নির্বাচন নয়, পুলিশ যেন বিনা বিচারে আমাদের ঘর থেকে তুলে না নিয়ে যায় এবং আমাদের পরিবারকে অবগত না করেও যেন কাউকে আটক করা না হয়।"

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "আমরা দেখতে পাই, কিছু রাজনৈতিক দল নিজেরাই ব্যালট পেপার ছাপানোর মতো মানসিকতা ধারণ করছে। আমি এটিকে কোনো একটি রাজনৈতিক দলের অবস্থান হিসেবে দেখছি না, বরং এটি বহু দলের মনোভাবের প্রতিফলন।"

তিনি বলেন, "রুমিন ফারহানার সঙ্গে আমাদের কিছু মনোমালিন্য ছিল। তবে তিনি আমাদের কাছে উপহার পাঠিয়েছেন এবং আমাদের পরিস্থিতি সম্পর্কে জানতে আমাদের লোক পাঠিয়েছেন। এটি আমাদের জন্য একটি পজিটিভ বার্তা এবং আমাদের উচিত তাকে ওয়েলকাম জানানো।"

বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×