কক্সবাজারে ৯৫ হাজার ইয়াবাসহ আটক দুই শীর্ষ মাদক কারবারি


কক্সবাজারে ৯৫ হাজার ইয়াবাসহ আটক দুই শীর্ষ মাদক কারবারি

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় বিশেষ অভিযানে ৯৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। অভিযানে দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার পর বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫-এর রামু ক্যাম্পের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

গ্রেপ্তারকৃতরা হলেন - ঘোনারপাড়া এলাকার মৃত ফরুখ আহমদ সিকদারের ছেলে মো. ফরিদুল আলম সিকদার (৫৫) এবং মৃত বজল আহমদের ছেলে রায়হান উদ্দিন (৩০)।

র‌্যাব কর্মকর্তা আ. ম. ফারুক বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।”

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×