রাঙ্গাবালী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ বহিষ্কার


রাঙ্গাবালী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রাশদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, "সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।"

এই বহিষ্কার আদেশে অনুমোদন দিয়েছেন পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ।

একই সঙ্গে চিঠিতে ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি জোনায়েদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×