টেকনাফে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


টেকনাফে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার খরের দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও পাচারকারীরা মিয়ানমার সীমান্তে পালিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানান উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে - জি-থ্রি রাইফেল ২টি, এমএ-১ রাইফেল ১টি, এলএম রাইফেল ১টি, ম্যাগাজিন ৮টি এবং ৫০০ রাউন্ড গুলি।

অভিযানের বিষয়ে লে. কর্নেল জসীম উদ্দিন জানান, খরের দ্বীপ সীমান্ত দিয়ে অস্ত্র-গুলি পাচারের গোপন তথ্য পেয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি গুলি ছুঁড়ে নৌকাযোগে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

তিনি বলেন, “দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। চোরাচালান, মাদক কিংবা অবৈধ অস্ত্র-কোনো কিছুই সীমান্তে প্রবেশ করতে দেওয়া হবে না।”

উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস সম্পর্কে তিনি বলেন, “সম্ভবত এগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারী অথবা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে আনা হয়েছে। এগুলো সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অস্ত্র চোরাচালান অথবা নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও জানান, গোয়েন্দা কার্যক্রম জোরদার করে অস্ত্রের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে চেষ্টা চলছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় জমা দেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×