কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৪৬ পিএম, ২৫ আগস্ট ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও মৃত ডলফিন ভেসে এসেছে। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে সৈকতের পশ্চিম পাশে স্বপ্নরাজ্য পার্কের কাছে ডলফিনটি দেখতে পান কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্নকর্মী ইউসুফ।
ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট এবং প্রস্থ ৪ ফুট। এটি ইরাবতী প্রজাতির বলে শনাক্ত করা হয়েছে। শরীরের চামড়া উঠে গেছে এবং বিভিন্ন অংশে পচন ধরেছে। খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ঘটনাস্থলে ভিড় করেন।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু জানান, সাম্প্রতিক সময়ে ডলফিনের মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি সরকার ও সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানকে দ্রুত এ ঘটনার কারণ অনুসন্ধানের আহ্বান জানান।
ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, মৃত ডলফিনটি ইরাবতী প্রজাতির। তিনি জানান, ডলফিনটির শরীরে রক্তাক্ত দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে নৌযান, জেলেদের জাল কিংবা মাছ ধরার কর্মকাণ্ডের কারণে এটি মারা গেছে। স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডলফিন অভয়ারণ্যে জাল ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করার পরামর্শ দেন তিনি।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, চলতি বছরে এখন পর্যন্ত কুয়াকাটায় ৭টি মৃত ডলফিন ভেসে এসেছে। তিনি বলেন, প্রায় নিয়মিতই মৃত ডলফিনের খবর পাচ্ছি। তাই আমরা চাই, মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করা হোক।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। কুয়াকাটা পৌরসভার সহযোগিতায় ডলফিনটির দাফনের ব্যবস্থা করা হয়েছে যাতে দুর্গন্ধ না ছড়ায়।
এর আগে গত ১৯ আগস্ট গঙ্গামতি এলাকায় এবং ২১ আগস্ট ঝাউবনে আরও তিনটি মৃত ডলফিন ভেসে এসেছিল।