রুমিন ফারহানার অনুসারীদের সড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ


রুমিন ফারহানার অনুসারীদের সড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) শুনানির সময় এনসিপির কেন্দ্রীয় নেতা মো. আতাউল্লাহর ওপর হামলার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি। রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা এ ঘটনার নিন্দা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিচার দাবি করেন।

সমাবেশে অভিযোগ করা হয়, শুনানিকালে মো. আতাউল্লাহ বক্তব্য দিতে গেলে রুমিন ফারহানা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে স্টেজ দখল করেন এবং তার সমর্থকরা আতাউল্লাহসহ অন্যদের ওপর হামলা চালান। বক্তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।”

বক্তব্য দেন এনসিপির সদর উপজেলা যুগ্ম সমন্বয়ক সাহিল আহমেদ, কসবা উপজেলা যুগ্ম সমন্বয়ক মামুন বাতেন, আশুগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. ডালিম ও যুগ্ম সমন্বয়ক জয়ন্তী বিশ্বাস, নবীনগর উপজেলা সমন্বয়ক আলমগীর হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সম্ভাব্য প্রার্থী গাজী নিয়াজুল করিম প্রমুখ।

অন্যদিকে, এনসিপি নেতা আতাউল্লাহর বিরুদ্ধে রুমিন ফারহানার ওপর হামলার অভিযোগ তুলে তার বিচার দাবি করেছেন রুমিনের সমর্থকরা। রোববার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর প্রথম গেইটে টায়ার জ্বালিয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের তিনটি ইউনিয়ন — চান্দুরা, বুধন্তী ও হরষপুর — ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়। এ সিদ্ধান্তে বিজয়নগর উপজেলার বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং তারা মহাসড়ক অবরোধ করে অখণ্ড বিজয়নগরকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রাখার দাবি জানিয়ে আসছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×