টেকনাফে ফের দুটি নৌকাসহ ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’


টেকনাফে ফের দুটি নৌকাসহ ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে আবারও জেলে অপহরণের ঘটনা ঘটল কক্সবাজারের টেকনাফ উপকূলে। নাইক্ষ্যংদিয়া এলাকায় রোববার দুপুরে দুটি নৌকাসহ ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকদের দাবি, এর সঙ্গে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) সদস্যরা জড়িত।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, বৈরী আবহাওয়ার কারণে জেলেদের কিছু ট্রলার ঘাটে ফিরছিল। ঠিক সেই সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায়। তিনি বলেন, এ ধরনের ঘটনায় ব্যবসায়ী ও জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই সরকারের সহযোগিতা এখন খুবই জরুরি।

এর আগের দিন শনিবারও একই এলাকায় আরও ১২ জন জেলেকে নৌকাসহ অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মি। অপহৃতরা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে আছেন মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) এবং আরও একজন, যার নাম জানা যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, আরও দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। গতকালের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

ট্রলার মালিক সমিতির নেতা মো. কালাম বলেন, প্রায়ই আরাকান আর্মি এভাবে মাঝিমাল্লাদের ধরে নিয়ে যাচ্ছে। এতে জেলেরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত আট মাসে নাফ নদী ও পার্শ্ববর্তী উপকূল থেকে অন্তত ২৪০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত অপহৃত হয়েছে ১৮০ জন। বিজিবির সহায়তায় কয়েক দফায় প্রায় ২০০ জনকে ফেরত আনা সম্ভব হলেও অপহরণের ঘটনা থামছে না। সর্বশেষ শনিবার দুপুরে নৌকাসহ ১২ জন জেলেকে ধরে নেওয়ার পর ভয় পেয়ে অনেক জেলে আর সাগরে নামতে সাহস পাননি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×