টেকনাফ সীমান্তে রাতভর গোলাগুলি, আতঙ্কে সীমান্তবর্তী এলাকাবাসী
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:০৮ পিএম, ২৩ আগস্ট ২০২৫

কক্সবাজারের টেকনাফ সীমান্তে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত আবারো গোলাগুলির শব্দ響িত হয়েছে। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকার মানুষদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি অনুযায়ী, রাত ১১টা থেকে ভোর পর্যন্ত মিয়ানমারের কুমিরখালী, শীলখালী ও সাইডং এলাকায় বিস্ফোরণসহ ভারী অস্ত্রের গুলির শব্দ শোনা গেছে।
হোয়াইক্যং ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী লালু জানিয়েছেন, গোলাগুলির শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে। সীমান্ত সংলগ্ন চিংড়ি প্রজেক্টে কর্মরত অনেক শ্রমিক ভয় পেয়ে আশ্রয়স্থল ছেড়ে চলে এসেছে।
এদিকে সীমান্তের অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়েছে রোহিঙ্গারা। শুক্রবার রাতেই টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে চাওয়া ৬২ জনকে বিজিবি ফেরত পাঠিয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি ও কোস্টগার্ড স্থল ও জলপথে কঠোর নিরাপত্তা বজায় রেখেছে। শুক্রবার রাতে অনুপ্রবেশকারী ৬২ জনকে ফেরত পাঠানো হয়েছে।