তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি: এ্যানি চৌধুরী


তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি: এ্যানি চৌধুরী

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে হবে। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, আর আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এ্যানি বলেন, হাসিনা যেদিন বিদায় নিয়েছে, তার আগে আমি জেলে ছিলাম। ফেনীতে বক্তব্য দিয়েছি, হাসিনাকে ছাড় দিইনি। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়া আমাদের কর্তব্য, এটি আমাদের অধিকার এবং প্রত্যয়।

তিনি আরও বলেন, ৫ আগস্টে যে পালিয়েছে, তাকে নিয়ে অতিরিক্ত আলোচনা করার দরকার নেই। তবে যা হয়েছে তা মনে রাখার মতো। চিরদিন মনে রাখতে হবে সেই ফ্যাসিস্ট হাসিনার কথা। তারেক রহমান জিয়ার স্বপ্ন লালন করেন এবং খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের মতো কাজটি সম্পন্ন করার পরিকল্পনা করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান নতুন রাজনৈতিক ধারা উপহার দেবেন। আগের ১৭ বছরের রাজনীতির ধারা আর চলবে না; নতুনভাবে মানুষকে আশ্বস্ত করতে হবে। আমরা তার নেতৃত্বে দেশ গড়ার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি।

রাজনীতির উদ্দেশ্য প্রসঙ্গে এ্যানি বলেন, রাজনীতি করতে হবে সেবা ও সম্মানের জন্য, অর্থ উপার্জনের জন্য নয়। পদ নিতে চাইলে বুঝতে হবে তার সঙ্গে কি দায়িত্ব আসে এবং কীভাবে তা পালন করতে হবে। কেউ নেতা হয়ে মোড়লগিরির পথে চলতে পারবে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি।

রামগতি পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন হ্যাপি এবং উপজেলা আহ্বায়ক জামাল উদ্দিন প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×