বিচারককে ঘুষের অভিযোগে জামায়াত নেতা অব্যাহত


বিচারককে ঘুষের অভিযোগে জামায়াত নেতা অব্যাহত

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট মো. রুহুল আমিন শিকদারকে দলীয় দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বিচারকের বাসায় ঘুষ পাঠানোর অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর জরুরি সভায় তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখা হয় এবং পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “আমরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি জেনেছি। যদিও সরাসরি নিশ্চিত হইনি, তবে যেহেতু জেলা আইনজীবী সমিতি তার সদস্যপদ স্থগিত করেছে, আমরাও একই সিদ্ধান্ত নিয়েছি।”

জানা গেছে, বুধবার (২০ আগস্ট) সকালে কলাপাড়ায় ধর্ষণ মামলার এক আসামির জামিনের জন্য বিচারক নীলুফার শিরিনের বাসায় ৫০ হাজার টাকার খাম ও মামলার কাগজ পাঠান রুহুল আমিন।

বিচারক অভিযোগে বলেন, এর আগেও একই মামলায় হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছিলেন রুহুল আমিন। এবার সরাসরি ঘুষ পাঠানোয় তিনি বার কাউন্সিলে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে আরও বলা হয়, তিনি একাধিক মামলায় আসামিপক্ষের হয়ে তদবির করেছেন এবং আদালতের আদেশ অনুযায়ী না হলে বিভিন্নভাবে চাপ দিয়েছেন।

এ ঘটনার পর জেলা আইনজীবী সমিতি তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। সিদ্ধান্তটি জেলা প্রশাসক, দুদক, আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×