পায়ুপথে সাড়ে ৫ হাজার ইয়াবা পাচার, আটক ৩
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১০:১৫ এম, ২২ আগস্ট ২০২৫

টেকনাফ থেকে লক্ষ্মীপুরে পায়ুপথে ইয়াবা পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় উদ্ধার করা হয় মোট সাড়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে আটককৃতদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে ভোররাতে উত্তর তেমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার মো. নুরুল আফছার (২২), মো. আব্দুল্লাহ (২৬) এবং আব্দুস শুকুর (৪০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহী পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে এক্স-রে পরীক্ষায় আফছার ও আব্দুল্লাহর পায়ুপথে ইয়াবা সঞ্চালনের প্রমাণ মেলে। আব্দুস শুকুর তাদের সহযোগী বলে জানানো হয়েছে।
লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মাদ শরীফ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।”