অসম্ভবকে সম্ভব করেছে দেশের ছাত্র-জনতা, আন্দোলনে প্রাণ দিয়েছেন: শিমুল বিশ্বাস


অসম্ভবকে সম্ভব করেছে দেশের ছাত্র-জনতা, আন্দোলনে প্রাণ দিয়েছেন: শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ৩৬ জুলাইয়ের আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষ মুক্তি পেয়েছে। অসম্ভবকে সম্ভব করেছে দেশের ছাত্র ও জনতা, যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন। তবে দুঃখের বিষয় হলো, এমন একটি দেশে এখনও মৃত্যুর পর লাশের পরিচয় পাওয়া যায় না, অনেকের লাশ মর্গে পড়ে থাকে এবং অনেকে পুড়িয়ে দেওয়া হয়।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) জেলা শাখার উদ্যোগে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস আরও বলেন, জুলাই আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, অনেককে গাড়িতে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেককে গুম করা হয়েছে। মতের বাইরে গেলে জুলুম ও নির্যাতন স্বাভাবিক ছিল। সীমাহীন নির্যাতন দেশের মানুষকে সহ্য করতে হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে ছয়জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

তিনি ফ্যাসিবাদী আমলে সাংস্কৃতিক কর্মীদের ওপর হাসিনার নিপীড়নের কথাও স্মরণ করান। শিমুল বলেন, ওই সময় শিল্পীদের ওপর লাগাতার হুলিয়া জারি করা হতো। যদি কেউ খুনি হাসিনার বিপক্ষে গান রচনা করত, তাকে নানাভাবে নাজেহাল করা হতো। অনেককে সাইট করে রাখতো যাতে জাতীয়তাবাদীর পক্ষে গান করতে না পারেন। আওয়ামীপন্থি শিল্পীদের বিশেষ সুবিধা দেওয়া হতো।

নেতাকর্মীদের উদ্দেশে শিমুল বিশ্বাস বলেন, ভাগ্য পরিবর্তন করতে হলে নিজেদের দায়িত্ব নিতে হবে। সাধনা ও ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। নৈরাজ্য ও ভীতি সৃষ্টি করা যাবে না। সবাইকে লিডারশিপ ধারণ করার মতো উদারতা থাকতে হবে।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) পাবনা জেলার সভাপতি খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূইয়ার সঞ্চালনায় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইথুন বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, বিশিষ্ট কণ্ঠশিল্পী মৌসুমী ও আকলিমা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×