জনগণ নির্বাচনমুখী হয়ে পড়েছে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি


জনগণ নির্বাচনমুখী হয়ে পড়েছে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু বিচ্ছিন্ন মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা মন্তব্য করলেও জনগণ ইতোমধ্যেই মাঠে নেমে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সরকারের বিকল্প গঠনের জন্য সক্রিয় হয়েছে। তিনি বলেন, এই নির্বাচনমুখী ব্যবস্থাকে আরও দৃঢ় ও উৎসবমুখর করতে আমরা সকলেই এক হয়ে আছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে।

রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোড এলাকায় অবস্থিত বশির ভিলা হল রুমে জেলা বিএনপির ব্যানারে প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ্যানি আরও বলেন, দেশে হাসিনার বিচার ত্বরান্বিত করার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কার অব্যাহত থাকবে। গণতন্ত্রের ভিতকে দৃঢ় করতে হলে জনগণের সরকার প্রয়োজন। জনগণের সরকারের সঙ্গে আমাদের সম্পৃক্ততা, সমাজ ও মানবিক দিকসহ সব মিলিয়ে রাজনীতিতে একটি সামাজিক পরিবেশ তৈরি করতে একটি নির্বাচিত সরকার অত্যন্ত প্রয়োজন।

তিনি বিএনপিকে গতিশীল ও শক্তিশালী করার জন্য দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, গত ১৭ বছর আমরা ফ্যাসিস্ট শাসন, অত্যাচার-নির্যাতন, গুম-খুন ও বর্বর শাসনের কারণে তা করতে পারিনি। কিন্তু আজ তারেক রহমানের নেতৃত্বে আমরা সংগঠন শক্তিশালী করতে সক্ষম হব এবং পারব। সংগঠন শক্তিশালী হওয়া মানেই তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হওয়া।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. শাহ আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল বারী, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন সিকদার ডালিম ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মো. শাহ পরান প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×