ক্রিকেট ব্যাটে ইয়াবা বহনের দায়ে দুই যুবক আটক


ক্রিকেট ব্যাটে ইয়াবা বহনের দায়ে দুই যুবক আটক

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের মধ্যে ইয়াবা বহনের সময় দুই যুবককে আটক করা হয়েছে। এদের একজন বিমানবন্দরের সাবেক কর্মী বলে জানা গেছে।

রোববার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টায় মালামাল তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

আটককৃতরা হলেন মাদারীপুরের জাকির হোসেন (২৬) এবং বরিশালের তানভীর আহমদ (৩০)। তাদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী ছিলেন।

ওসি ইলিয়াস খান বলেন, “আটকরা বেলা ১১টা ২৫ মিনিটের কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলা নামের বিমান পরিবহন সংস্থার একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। তারা ফ্লাইটে উঠতে সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে আসেন। এ সময় বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন।”

ব্যাগ ও মালামাল স্ক্যান করার সময় ক্রিকেট ব্যাটের ভিতরে কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ১০০টি ইয়াবা পাওয়া যায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×