রামুতে আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে আহত ১৫
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:২৯ পিএম, ১৬ আগস্ট ২০২৫

কক্সবাজারের রামুতে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় আহত একটি হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বন বিভাগের ১৫ জন কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান, যিনি বন বিভাগের অন্যতম অভিজ্ঞ পশু চিকিৎসক হিসেবে পরিচিত।
মোস্তাফিজুর রহমানের বুকের হাড় ভেঙে গেছে এবং তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম দেখা দিয়েছে।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের চিকিৎসা নিশ্চিত করতে শুক্রবার থেকে সক্রিয়ভাবে কাজ করছে।