প্রবাসীর স্ত্রীসহ উধাও পুলিশ কর্মকর্তা


প্রবাসীর স্ত্রীসহ উধাও পুলিশ কর্মকর্তা

পাবনার চাটমোহরে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক অন্তর্ধান এলাকায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে। তবে তিন দিন পর, শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শাকিল আহম্মেদ চাটমোহর থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা এই কর্মকর্তা তিন সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে অফিসিয়াল কাজে চাটমোহর থানায় গিয়ে শাকিলের পরিচয় হয় গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুনের সঙ্গে। দুই সন্তানের জননী মাসুরার সঙ্গে পরিচয়ের পর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, যা পরকীয়ায় রূপ নেয়।

কিছুদিন আগে মাসুরা শ্বশুরবাড়ি ছেড়ে চাটমোহর থানার পেছনের চৌধুরীপাড়া এলাকায় ভাড়া বাসায় উঠেন। সেখানে নিয়মিত যাতায়াত করতেন এএসআই শাকিল।

গত মঙ্গলবার শাকিল কুষ্টিয়ায় আদালতে সাক্ষী দেওয়ার কথা বলে থানার বাইরে যান। একই সময় থেকে মাসুরাও নিখোঁজ। বৃহস্পতিবার শাকিলের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফিরেননি।

পুত্রবধূ নিখোঁজের পর শ্বশুর বজলুর রহমান বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সুরাহা না পেয়ে এবং শাকিলের সঙ্গে সম্পর্কের বিষয়টি জেনে চাটমোহর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এএসআই শাকিল কেন থানায় অনুপস্থিত, সে বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে। বিষয়টি তদন্তাধীন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×