রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার
- রাজবাড়ী প্রতিনিধি
- প্রকাশঃ ১০:২০ এম, ১৫ আগস্ট ২০২৫
 
                                রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। এর আগে বুধবার (১৪ আগস্ট) গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী মো. আতিয়ার রহমান (৩৯), গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আবদুর রাজ্জাক (৫৭) ও আওয়ামী লীগের কর্মী এরশাদ সরদার (৩৪)।
পুলিশ জানায়, গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে রাত পৌনে ১টার সময় দৌলতদিয়া বাজার থেকে আতিয়ারকে, রাত পৌনে ২টায় নিজ বাড়ি থেকে আবদুর রাজ্জাককে এবং রাত আড়াইটায় পতিতাপল্লীর ১ নম্বর গলি থেকে এরশাদ সরদারকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম থানায় একটি মামলা করেন। মামলায় ৫৯ জনের নাম এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।
ওসি রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    