পটুয়াখালী থানায় আসামির আত্মহত্যার চেষ্টা


পটুয়াখালী থানায় আসামির আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালীর বাউফল থানা হাজতে রাকিব সিকদার (২০) নামের এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে তিনি হাজতের কম্বল ছিঁড়ে গলায় ফাঁস দেন। সিসি ক্যামেরায় দৃশ্যটি ধরা পড়লে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে।

রাকিব বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা সাহাবুদ্দিন সিকদারের ছেলে।

পুলিশ জানায়, দুপুর পৌনে ২টার দিকে পৌর শহরের চন্দ্রপাড়া সড়কে জেলা বারের সদস্য অ্যাডভোকেট এনামুল হকের বাড়িতে চুরির অভিযোগে রাকিবকে স্থানীয়রা ধরে পুলিশে দেয়। পরে এসআই মাসুদ খলিফা তাকে থানায় হাজতে রাখেন।

ডিউটিরত এএসআই মো. শাহীন হাওলাদার বলেন, রাত ৯টার দিকে সিসি ক্যামেরায় নজর দিতে গিয়ে তিনি রাকিবকে আত্মহত্যার চেষ্টা করতে দেখেন এবং দ্রুত পুলিশ সদস্যদের সহায়তায় উদ্ধার করেন।

রাকিব বলেন, "আমাকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সেই অপরাধ আমি করিনি। আমাকে ডেকে নিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। আমি এই মিথ্যা অপবাদ সহ্য করতে পারছিলাম না, তাই আত্মহত্যার চেষ্টা করেছি।"

বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার জানান, "রাকিবকে আদালতে পাঠানোর কথা ছিল। আত্মহত্যার চেষ্টার পর তাকে ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়েছে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×