মহররম বলে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের চেষ্টার অভিযোগ


মহররম বলে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের চেষ্টার অভিযোগ

খুলনা নগরীর হেলাতলা মোড়ে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট অনুষ্ঠান পালনের চেষ্টা করেন নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এতে বাধা দিলে কয়েকজন পালিয়ে যান।

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। পুলিশের দাবি, অনুষ্ঠানটি মহররমের সেহেরামের আয়োজন ছিল।

স্থানীয় সূত্র জানায়, রাতে কয়েকজন ব্যক্তি গরু ও কয়েকটি বড় ডেগ এনে রান্না শুরু করেন এবং ভিডিও ধারণ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের উদ্দেশ্য জানতে চাইলে তারা জানান এটি সেহেরামের অনুষ্ঠান।

তবে পরিচয় জানতে চাইলে কয়েকজন পালিয়ে যান এবং ৪-৫ জনকে ধরে স্থানীয় বিএনপি নেতারা পুলিশের কাছে হস্তান্তর করেন বলে দাবি করেন।

বিএনপির নেতাদের দাবি, “সজিব ওয়াজেদ জয় ফেসবুক পেজে অনুষ্ঠান পালনের নির্দেশ দেন সব জায়গায়। খুলনায় সেই সূত্র ধরে আওয়ামী লীগের লোকজন সেহরামের অনুষ্ঠান বলে প্রচার করে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করতে চেয়েছিল। ভিডিও করে পরে দেখাবে বাধা সত্ত্বেও তারা অনুষ্ঠান করেছে।”

খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্যা ফরিদ আহমেদ বলেন, “১৫ আগস্ট শুক্রবার হওয়ায় সবকিছু বন্ধ থাকবে। তাই ১৪ আগস্ট গরু জবাই করে অনুষ্ঠান করতে চেয়েছিল আওয়ামী লীগের দোসররা। কিন্তু ধরা পড়লে তারা বলে এটি মহররমের অনুষ্ঠান, অথচ মহররম মাস দুই মাস আগেই শেষ হয়েছে।”

তবে খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, “এখানে সেহরামের কথা বলে গরু আনা হয়েছিল। তবে হেলাতলা এলাকায় সাম্প্রদায়িক স্পর্শকাতরতা রয়েছে। যত্রতত্র গরু জবাই করলে সম্প্রীতি নষ্ট হতে পারে, তাই সিনিয়রদের সঙ্গে কথা বলে সেটি বন্ধ করি।”

তিনি আরও বলেন, “বিএনপি বলছে এটি ১৫ আগস্টের অনুষ্ঠান। তবে আমি গিয়ে জেনেছি এটি সেহরামের আয়োজন ছিল। কাউকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×