কারাগারে গাঁজা সরবরাহকালে যুবক আটক


কারাগারে গাঁজা সরবরাহকালে যুবক আটক

পটুয়াখালী কেন্দ্রীয় কারাগারে বন্দিকে গাঁজা দিতে গিয়ে মো. জিয়াউর রহমান জিয়া (৩৫) নামে এক যুবক হাতেনাতে ধরা পড়েছেন। মঙ্গলবার বিকেলে কারারক্ষীরা তাকে আটক করে।

জিয়া কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা। আটকের পর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তাকে হস্তান্তর করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব রায়হানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বলেন, “জিয়াউর রহমান নামে এক যুবক কারাগারের মধ্যে তার সাজাপ্রাপ্ত বন্ধুকে গাঁজা সরবরাহ কালে তাকে হাতেনাতে আটক করে কারারক্ষীরা। তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×