রাজবাড়ীতে সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান


রাজবাড়ীতে সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান

রেজিস্ট্রেশন ফি নিয়ে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাব-রেজিস্ট্রার অফিসে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছদ্মবেশে গিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণও পেয়েছে তারা।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জমির দলিল রেজিস্ট্রেশনের সময় ঘুষ দাবি ও সেবাপ্রত্যাশীদের হয়রানির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার, ১২ আগস্ট দুপুরে সাব-রেজিস্ট্রার অফিসে এই এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানকালে দুদক কর্মকর্তারা সাধারণ সেবাপ্রার্থী সেজে অফিসে প্রবেশ করেন।

অভিযান সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দুদক টিম দলিল লেখকদের কাছে জমি রেজিস্ট্রেশনের আনুমানিক ব্যয় জানতে চাইলে, তারা সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত অর্থের কথা জানান। এরপর দুদকের দল এসব অতিরিক্ত অর্থ দাবি করা ব্যক্তিদের একটি তালিকা প্রস্তুত করে। পাশাপাশি অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের সঙ্গেও কথা বলে বাড়তি অর্থ নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।

দুদক টিম আরও নিশ্চিত করে, অফিস চত্বরে সেবার স্বচ্ছতা নিশ্চিতে সরকার নির্ধারিত ফি তালিকা (সিটিজেন চার্টার) দৃশ্যমান স্থানে টানানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি অন্যান্য সেবার ক্ষেত্রেও ঘুষ ও হয়রানির অভিযোগ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বলেন, “আমরা কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বালিয়াকান্দি সাব-রেজিস্টার অফিসে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। এসময় আমরা সরকার নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টির সত্যতা পেয়েছি।”

তিনি আরও জানান, “গ্রাহক হয়রানি সংক্রান্ত বিষয়ে সাব-রেজিস্ট্রারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×